মিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে।
শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী থানা চত্বর থেকে বের হয়ে মুল শহর প্রদক্ষীণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে আলোচনা অনুষ্ঠানে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন হোসাইনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোঃ শাহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুকনিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সংক্রান্তে আলোচনা হয়।
কম জনবল দিয়ে কীভাবে নিত্যনতুন অপরাধ নিযন্ত্রণ করে সমাজে শান্তি বজায় রাখা যায় এজন্য জনগণকে সঙ্গে নিয়ে নতুন নতুন পদ্ধতি চালু করে পুলিশ। আর কমিউনিটি পুলিশের কার্যক্রম চালুর ফলে স্বল্প জনবল দিয়েও সমাজের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অপরাধ প্রতিরোধে অনেকটা সফল হয়েছে পুলিশ।
জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//

Discussion about this post