কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জনাব মো: আবু তারিক সিদ্দিকী, সহকারী বিশেষজ্ঞ (এলএমডি) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকা। এ সময় তাকে ফুলের তোরা উপহার দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, নন্দলালপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: টুটুল হোসেন, পরিচালক মো: শামসুল আলম, এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। পরিদর্শনকালে মো. আবু তারিক সিদ্দিকী বলেন, কারিগরি শিক্ষার উপরে কোনো শিক্ষা নেই। নিজ উদ্যোগে নিজ কর্মসংস্থান তৈরির প্রধান উৎস কারিগরি শিক্ষা। তিনি আরও বলেন, এখান থেকে প্রশিক্ষণের পর প্রত্যেক যুবক-যুবতী সাবলম্বী হয়ে উঠবে বলে আমি মনে করি।
ডিজিটাল সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক উদ্যােক্তা মো: টুটুল হোসেন জানান, ২২টি কম্পিউটার বিশিষ্ট একটি প্রশিক্ষণ রুম এবং ৪ জন অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে নতুন চিন্তাধারা নিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র করেছি। আমার ইচ্ছা আমার এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবক-যুবতী বিশ্ব মানের মানব সম্পদে পরিনত হবে এবং নিজ কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজেদের বেকারত্ব দূুর করতে পারবে। এই প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার ট্রেনিং, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং, অনলাইন সার্ভিস সহ বিভিন্ন ডিজিটাল প্রশিক্ষন দেওয়া হবে এবং নন্দলালপুর ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছি।

Discussion about this post