‘ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনা’র বাংলাদেশ ‘ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলংগী এলাকায় এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের সভাপতি মো. হারুন অর রশিদের নেতৃত্বে মঙ্গলবার (৯ মে) সকালে এলংগী মাঠে ধান কাটায় অংশ নেন যুবলীগের প্রায় ২৫ জন নেতাকর্মী। এ সময় ওই এলাকার কৃষক মো. হিরোন শেখের তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে শ্রমিক সংকটে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক মো. হিরোন শেখ বলেন, অনাবৃষ্টি, খরা ও প্রচন্ড তাপের পর মাঝে মাঝে কালবৈশাখী ঝড় – বৃষ্টি হচ্ছে। তিনি অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক পাচ্ছেন না। পাকা ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। ধান কেটে মাড়াই করে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও যুবলীগকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
উপজেলা যুবলীগের সভাপতি মো. হারুন অর রশিদ জানান, প্রাকৃতিক দুর্যোগে পাকা ধান ক্ষতির আগেই কৃষকের ঘরে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জের দিক নির্দেশনায় তাঁরা কৃষকের তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ মে ২০২৩