Print Date & Time : 2 August 2025 Saturday 4:29 am

কুমারখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালীতে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উপকরণ সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টা উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী বিজয় কুমার জোযাদ্দার ও কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় সাংবাদিক ও উপকার ভোগী কৃষক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কৃষি ক্ষেত্রে কারিগরি সমস্যা এবং ফসলের রোগ বালাই দেখা দিলে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছেন তাদের পরামর্শ নিবেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, সরকার চলতি বছর উপজলায় ৪ হাজার ৮ জন কৃষককের মাধ্যমে অর্থাৎ ৬ হাজার ৩৮ বিঘা জমিতে উফশি ধান চাষের লক্ষ্য নির্ধারন করেছে। তারই আলোকে ৪ হাজার ৮ কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।