Print Date & Time : 11 May 2025 Sunday 1:15 am

কুমারখালীতে গাজার গাছসহ আটক ১

ছাব্বির হোসেন, কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালীতে দুইটি গাজার গাছসহ একজন কে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । মঙ্গলবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বদরুখ বাখই গ্রামের থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আদেক আলী শেখের ছেলে মোঃ উজ্জল শেখ ( ৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবা জেসমিন রুমা নেতৃত্বে , গোপন সংবাদের ভিত্তিতে নন্দলালপুর ইউনিয়ন বদরুখ বাখই গ্রামে অভিযান চালানো হয় । অভিযানে ১০ কেজি ওজনের গাজার গাছসহ একজন কে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। যার মামলা নং ৭ । সেই মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এতথ্য নিশ্চিত করেছে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

দৈনিক দেশতথ্য//এল//