Print Date & Time : 19 April 2025 Saturday 10:25 am

কুমারখালীতে চাউল নিয়ে আবারো দুর্নীতি

দুই বস্তার সাক্ষর নিয়ে দিলেন এক বস্তা

কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২ বস্তা চাল দেওয়ার জন্য স্বাক্ষর করে ১ বস্তা চাল প্রদানের অভিযোগ করেন ভুক্তভোগী মোছা. চায়না খাতুন। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোনকার তলার ডিলার আতিকুল ইসলাম প্রতীকের বিরুদ্ধে।

এছাড়াও কার্ড ইস্যুর ১৫ দিন আগেই তাঁর কার্ড থেকে চাল উত্তোলনের অভিযোগও করেন এই ভুক্তভোগী। এবিষয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী চায়না খাতুন।

এবিষয়ে অভিযোগকারী চায়না খাতুন বলেন, গত মঙ্গলবার বিকেলে ১০ টাকা কেজি দরে চাল উত্তোলনের কার্ড হাতে পেয়েছি। বুধবার সকালে প্রতীক ডিলারের নিকট চাল তুলতে গেলে ডিলার কার্ডে দুইটা স্বাক্ষর করে চাল না দিয়ে তাড়িয়ে দেয়। এনিয়ে আমি ডিলারের সাথে ঝগড়া করলেও ডিলার চাল না দিয়ে তাড়িয়ে দেয়। পরে বিভিন্ন মানুষ ধরে বেড়ালে চাপে পড়ে ডিলার এক বস্তা চাল দেয়। কিন্তু স্বাক্ষর অনুয়ায়ী চাল পাওয়ার কথা দুই বস্তা।

তিনি আরো বলেন, ইউএনও স্যারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। চায়নার হাতে থাকা কার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, চলতি বছরের ৩০ মার্চ কার্ডটি ইস্যু করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. এরশাদ আলী। কার্ড নম্বর ৬৬৮। কিন্তু ১৫ মার্চ কার্ড থেকে প্রথম চাল উত্তোলন করা হয়। যা কার্ডধারী জানেনা। এছাড়াও ১৩ এপ্রিল দ্বিতীয়বার চাল উত্তোলন করা হয়।

এবিষয়ে ডিলার আতিকুল ইসলাম প্রতীক বলেন, কার্ডটি সংশোধন করা হয়েছে। ফলে অতীতে একজন চাল তুলেছিল। যা নতুন কার্ডে লেখা হয়েছে। এটা অন্যায়, কিন্তু মানবিক কারণে লেখা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. এরশাদ আলী বলেন, কার্ড ইস্যুর আগেই চাল বিতরণ হতে পারেনা। বিষয়টি দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাবস্থা নেওয়া হবে।

এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//