Print Date & Time : 23 April 2025 Wednesday 5:07 pm

কুমারখালীতে চাকরির কথা বলে প্রতারণার অভিযোগ

ছাব্বির হোসেন  কুমারখালী (খোকসা ) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে মুদি দোকানীর বিরুদ্ধে।

উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামের এঘটনা ঘটে। অভিযুক্তত ব্যক্তি গ্রামের ইদারী শেখের ছেলে ও মুদি দোকানদার মজিবর রহমান।

একই গ্রামের ভুক্তভুগী সাব্বির হোসেন বলেন, প্রায় একমাস আগে আমাকে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে মজিবর কয়েক ধাপে সর্বমোট ২ লক্ষ ৯৪ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখন চাকরিও হলো না। আমার টাকাও ফেরত দিচ্ছে না।সাব্বির হোসেনের মামা আব্দুস সোবাহান জানায়, মজিবরের কথা মত তার পরিচিত নাটরের সামাদের বাড়িতে আমরা যাই। মজিবর ও সামাদ বলে চাকরি হয়ে গেছে। এখন অফিসারদের খুশি করার জন্য কিছু টাকা দিতে হবে। তাদের কথা মত নগদ ও বিকাশের মাধ্যমে ২ লক্ষ ৯৪ হাজার টাকা দিই। টাকা হাতে পেয়ে সামাদ এখন লাপাত্তা। ওই গ্রামের ফজলু বলেন, মজিবর আমার ছেলের চাকরির জন্যও আমাকেও প্রলোভন দেখায়,আমি রাজী হয়নি। মজিবর মাঝে মধ্যেই এলাকায় অনেকেরই চাকরি দেওয়ার কথা বলে। অভিযুক্ত মজিবর রহমান বলেন, নাটর জেলার সামাদ আলীর সাথে মাস দুয়েক আগে সাথে পরিচয় হয়। সে আমাকে সেনাবাহিনী চাকরির জন্য একটা ছেলে দেখতে বলে। আর আমার ছেলেকেও চাকরি দেওয়ার কথা বলে। আমি আমার এলাকার আক্তারের ছেলে সাব্বিরকে পরিচিত সামাদের সাথে যোগাযোগ করে দিই। পরবর্তীতে তারা সামাদের সাথে কি লেনদেন করেছে তা আমার জানা নাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এঘটনাই থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এধরণের প্রলোভনে পরে প্রতারিত না হওয়ার জনসাধারণের প্রতি অনুরোধ রইল।

দৈনিক দেশতথ্য//এল//