Print Date & Time : 18 July 2025 Friday 2:37 am

কুমারখালীতে চোর চক্রের দুই সদস্য আটক

ছাব্বির হোসেন কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়া কুমারখালীতে অটো ভ্যান চুরি করে পালানোর সময় মো. জামির শেখ (৩০) নামের এক চোর আটক করেছে জনতা। আটকের পর তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে কুমারখালী পৌরসভার কাজীপাড়া মোড়ে এঘটনা ঘটে।

আটককৃত জামির শেখ কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। পরে আটককৃত চোরের দেওয়া তথ্যানুযায়ী হাদিউর রহমান (৪২) নামের আরো একজনকে আটক করে পুলিশ। তিনি জেলার মিরপুর থানার কবুরহাট এলাকার হস্তোউল্লাহ’র ছেলে।

পুলিশ ও জনগণ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পাংশা কলেজ মোড় হতে রায়হান হোসেন রাজ (১২) নামের এক শিশুর অটো ভ্যান ভাড়া করে কুমারখালীতে আসে চোর চক্রের সদস্য মোঃ জামির শেখ (৩০)। রাজ ভ্যান নিয়ে কুমারখালী বড় মসজিদ গলিতে আসলে জামির তাঁকে এক গেজ দড়ি কিনে আনতে বলে। রাজ দড়ি কিনতে দোকানে গেলে চোর জামির ভ্যান নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে কাজীপাড়া মোড়ে চোর জামির ও ভ্যানকে দেখতে পেলে স্থানীয়রা ছুটে এসে ভ্যান উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামির ভ্যান চোর চক্রের সদস্য বলে স্বীকার করে। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী কুমারখালী দবির মোল্লা রেলগেট এলাকা থেকে হাদিউর (৪২) নামের আরো একজনকে আটক করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চোর চক্রের দুই সদস্য কে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়াও তাঁদের বিরুদ্ধে একাধিক ভ্যান চোরের মামলা রয়েছে বিভিন্ন থানায়।

দৈনিক দেশতথ্য//এল//