Print Date & Time : 7 July 2025 Monday 11:20 am

কুমারখালীতে ছাত্র দলের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কুমারখালী কলেজ ছাত্রদলের আয়োজনে কুমারখালী সরকারী কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

এসময় কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মত বিনিময় সভা শেষে শিক্ষার্থীদের একটি ফুটবল এবং একটি ব্যাট উপহার দেওয়া হয়।