কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নে জমির আইল কাটাকে কেন্দ্র করে কাশেম শেখ, (৫৫) রওশন মন্ডল, (৫০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রওশন মন্ডল আহত হয়।
এরই জের ধরে কাশেম শেখের বাড়িতে হামলা চালিয়ে দুইটা ঘর একটি মোটরসাইকেল ভেঙে ফেলে, রওশন মন্ডল, এর লোকজন।
এদিকে এজই এলাকার জালাল শেখের একটি গরু বাড়ির পাশে বিক্রি করে। বিকৃত গরু কাশেম শেখের, ভেবে সেই বাড়ি থেকে গরুটি নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
বাড়ির মালিক জানায়, আমার বাড়ি থেকে গোলাম শেখের, মেয়ে গোলাপী খাতুন, এসে গরুটি নিয়ে যায়। এ বিষয়ে পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ হেলাল শেখের, কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি গরুটি নিয়ে গিয়েছে, যত দ্রুত সম্ভব গরুটি দেয়ার ব্যবস্থা করছি।
আর//দৈনিক দেশতথ্য//১৮ জুলাই-২০২২//

Discussion about this post