ষ্টাফ রিপোর্টার: “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোঃ আমিরুল আরাফাত’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার আবু রায়হান, সাংবাদিক জাকের আলী শুভ সহ আরও অনেকে।
আলোচকরা লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
হা/ডিটিবি/৩০/০৯/২৪