Print Date & Time : 1 August 2025 Friday 12:34 am

কুমারখালীতে জাতীয় বীমা দিবস উদযাপন

কুমারখালি প্রতিনিধি:

“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” পতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা মার্চ উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এজিএম মোঃ মাজেদুল ইসলাম রাজু, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার আব্দুল মালেক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ম্যানেজার আব্দুল হক, উপজেলা কর্মকর্তা সহ বিভিন্ন বীমা সংস্থার কর্মকর্তা বৃন্দ প্রমূখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ মার্চ ২০২৪