Print Date & Time : 11 May 2025 Sunday 1:27 am

কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতবিদেক ।।কুষ্টযি়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের  উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমটিরি আয়োজনে উপজলো চত্বরে র্বণাঢ্য র‍্যালি ও আবুল হোসনে তরুণ অডটিোরযি়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

‘নিরাপদ মাছে ভরবো দশে, বঙ্গবন্ধুর বাংলাদশে ‘এই প্রতপিাদ্য  নিয়ে উপজলো নর্বিাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে  আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এছাড়া  উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সিনিয়র মৎস্য র্কমর্কতা মাহমুদুল হাসান, সমাজসবো র্কমর্কতা মোহাম্মদ আলী প্রমুখ উপস্থতি ছলিনে।

আর//দৈনিক দেশতথ্য//২৪ জুলাই-২০২২//