ছাব্বির হোসেন কুমারখালী : কুমারখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার সকাল ৭ টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, সাহেব এমপি আব্দুল রউফ,
উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ, সালাউদ্দিন খান তারেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আও; লীগ, হারুন অর রশিদ হারুন উপজেলা যুবলীগের সভাপতি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্প স্তবক অর্পণ করেন।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে প্রতিবছর পালন করে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হবে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Discussion about this post