Print Date & Time : 2 July 2025 Wednesday 12:26 am

কুমারখালীতে জাতীয দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাকের আলী শুভ: “দুযোর্গের পূর্বাভাস প্রস্তুতি, বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেেছ।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত¦র থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রবেশদ্বারে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা নিবার্হী এস এম মিকাইল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহবার হোসেন।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু রায়হান, মহিলা বিষয়ক অফিসার ফেরদৌস নাজনীন, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইছাহক আলী বিশ্বাস, হিসাব রক্ষণ অফিসার মোঃ সামসুল হুদা, সমবায় অফিসার, পরিসংখ্যান অফিসার সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।