Print Date & Time : 29 July 2025 Tuesday 11:32 am

কুমারখালীতে জামায়াতে ইসলামী এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতে ইসলামী এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী পৌরসভা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভা শাখার আমির এ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী এর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক মো. ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির মো. আফজাল হোসেন, উপজেলা আমির আপতাব উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হাসেম জানান, ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছেন। আগামী দিনে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি আরেকটি ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসে তাহলে এদেশের মানুষের কোন কল্যাণ নেই।

এহ/15/11/24/ দেশ তথ্য