Print Date & Time : 5 July 2025 Saturday 8:17 am

কুমারখালীতে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ

কুমারখালী( কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার খয়েরচারা গ্ৰামে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ।জমির মালিক মোছাঃ রুমানা পারভীন নাজমা (৩৫) বলেন, (১৯ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯ টার সময় আমার ক্রয় কৃত জমি খয়েরচারা মৌজায় রোপণ কৃত ২০ টি  মেহগুনি গাছ জোর পূর্বক কেটে নিয়ে যায় দূর্বৃত্তরা। আগ্ৰাকুন্ডা গ্ৰামের মোঃ সানাউল্লাহর ছেলে রাহাত হোসেন চয়ন (৪৫)’ গাছ কেটে আমার জমি জোর করে দখলের চেষ্টা করে।  এই ঘটনায় আমি কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করেছি। এই বিষয়ে রাহাত হাসান চয়নের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

দৈনিক দেশতথ্য//এল//