কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাহিদ সর্দার (১৮)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর খানপাড়া এলাকার আব্দুল বিল্লাল সর্দার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধার দিকে মাটি বোঝাই একটি ট্রাক্টর ঘাঁসখাল থেকে গোপালপুর অভিমুখে যাচ্ছিলো। দ্রæত গতিতে নন্দীগ্রামের সামছুদ্দিনের ডিলারের আমবাগানের সামনে পৌছালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এঘটনায় ট্রাক্টর চালক সোহাগ ইসলামকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, ট্রাক্টরটি জব্দ ও ঘাতক চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনীব্যবস্থা নেওয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৪ জুন ২০২৪

Discussion about this post