Print Date & Time : 15 July 2025 Tuesday 5:11 am

কুমারখালীতে ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. এহেতেশাম রেজা’র সাথে কুমারখালী উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, কুমারখালী থানা ইন্সপেক্টর (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, পৌর সভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সমকাল পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন,এশিয়ান টেলিভিশনের কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহীন,সাংবাদিক জাকের আলী শুভ, চ্যানেল এস এর প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতি ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সামাজিক অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন এবং নানাবিদ বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ সেপ্টেম্বর ২০২৩