Print Date & Time : 29 July 2025 Tuesday 9:24 am

কুমারখালীতে তাঁতশিল্পকে আধুনিকায়নের লক্ষ্যে তাঁতিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

তাঁত শিল্পকে আরো সমৃদ্ধ ও আধুনিক করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কুমারখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরো সমৃদ্ধ ও আধুনিকায়ন করার লক্ষ্যে ৩০ জন প্রান্তিক তাঁতিদের সাত দিন ব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৯ ফেব্রুয়ারী ২০২৩