Print Date & Time : 6 September 2025 Saturday 10:58 am

কুমারখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

জাকের আলী শুভ, কুমারখালী (কুষ্টিয়া):কুষ্টিয়ার কুমারখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোঃ শাহীদুল ইসলাম।

এছাড়াও তামাক নিয়ন্ত্রণ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কুমারখালী পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//