Print Date & Time : 11 May 2025 Sunday 3:48 am

কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজে আধুনিকায়ন ও বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি মেলার -২০২৩ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডা: হায়াত মাহামুদ, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম লালু, ওসি মো. মোহসীন হোসাইনসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। মেলার আয়োজকরা জানায়, ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অন্তত ৩০ টি স্টল স্থান পেয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৯ ফেব্রুয়ারী ২০২৩