Print Date & Time : 6 July 2025 Sunday 1:54 am

কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

পলাশ কুমার ঘোষ, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) অর্থায়নে ০৩ দিন ব্যাপী কৃষি মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন, কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন মাননীয় সাংসদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ ও স্থানীয় নেতাকর্মী সহ অনেকেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।

কৃষি পণ্যের বাহারি নানান জাত নিয়ে শতাধিক স্টল স্থান পেয়েছে মেলা চত্বরে।

প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরন করেন উপস্থিত অতিথিবৃন্দ। কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা চলবে আগামী ৩০জুন পর্যন্ত।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ জুন২০২৪