নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলায় শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, সাব ইন্সপেক্টর আব্দুর রহমান প্রমুখ
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা।
অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে সংঙ্গীত শিল্পীদের মাঝে হারমোনিয়াম ও ডুগি তবলা প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//