Print Date & Time : 7 September 2025 Sunday 9:46 pm

কুমারখালীতে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তার উন্নয়ন কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমাখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকায় শহীদ গোলাম কিবরিয়া সড়ক নির্মাণের কাজে নিম্নমানের খোয়া ব্যবহার ও ধীর গতির অভিযোগ তুলেছে স্থানীয়রা।

তবে ৩০ মে শুক্রবার সরকারী ছুটির দিনে ঝড়ের গতিতে ৩০ ভাগ কাজ সেরে ফেলেছে ঠিকাদার।

এ ঘটনায় মুঠোফোনে কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান বলেন,বড় ইট(ফর্মা) হোক আর ছোট ইট (আদলা) হোক সেটা প্রিকেট হলেই চলবে।

শুক্রবার সরোজমিনে গেলে কাজের সাইটে কোন কর্মকর্তা অথবা ঠিকাদার কাউকেই পাওয়া যায়নি। শুধু লেবার সর্দারের নির্দেশে কাজ চালু রেখেছে। ইটের খোয়ার বদলে আদলা (অর্ধেক ইট) রাস্তার উপরে স্তুপ করা হচ্ছে এবং পরবর্তীতে ওখানেই হাতুরী দিয়ে ভেঙ্গে তার উপর রোলার দেওয়া হচ্ছে। প্রিকেটতো দূরের কথা ২ ও ৩ নম্বর ইট দিয়ে রাস্তার কাজ করছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

এদিকে সড়ক নির্মাণ কাজও ধীর গতিতে চলছে বলে অভিযোগ স্থানীয়দের। কাজের মান ঠিক রেখে দ্রুত সড়কটির নির্মাণ করার দাবি তাদের।