কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত আব্দুল আজিজ (৬৫) যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুইবার ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল আজিজ পরাজিত হন। এবার তৃতীয়বারের মতো তিনি নির্বাচনে অংশ নেন। সকালে নির্বাচনী প্রচারণায় গিয়ে সকাল ৮টার দিকে বাড়িতে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আহমেদ বলেন, যদুবয়রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মোট তিনজন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সকালে আব্দুল আজিজ নামের একজনের মৃত্যু হয়েছে।

Print Date & Time : 23 August 2025 Saturday 9:21 am