Print Date & Time : 28 July 2025 Monday 5:25 pm

কুমারখালীতে পল্লী চিকিৎসক হত্যা মামলায় একজন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কুমারখালী উপজেলার পল্লী চিকিৎসক হত্যা মামলার ০১ জন এজাহার নামীয় আসামি গ্রেফতার করা হয়েছে।

০৮ ফেব্রুয়ারি বুধবার রাত ২টায় ঢাকার বাড্ডা থানাধীন শাহজাদপুর এলাকায় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, র‌্যাব-১, সিপিসি-২ ও র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের যৌথ অভিযানে অদ্য ০৮ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখ রাত ০২:০০ ঘটিকার সময় ঢাকার বাড্ডা থানাধীন শাহজাদপুর এলাকায়’’ একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার হত্যা মামলা নং-১/৩২, তারিখঃ ০৩ ফেব্রæয়ারি ২০২৩,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় ২নং আসামি মোঃ শুকুর বিশ্বাস(৩৫), পিতা-মোঃ মকবুল বিশ্বাস, সাং-চর জগন্নাথপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৮ ফেব্রুয়ারী ২০২৩