Print Date & Time : 7 September 2025 Sunday 7:40 pm

কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, তারাপুর গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মতিনের ছেলে ইয়ানুর সকালে নিজ বাড়ির উঠানে একাকী খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর মৃত অবস্থায় শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।