Print Date & Time : 14 May 2025 Wednesday 7:40 am

কুমারখালীতে পূবালী ব্যাংক পি এল সি’র বুথের উদ্বোধন

পূবালী ব্যাংক পি এল সি এর সকল গ্রাহকদের সেবার মান আরো বেগবান করতে কুষ্টিয়ার কুমারখালীতে শুভ উদ্বোধন হলো  সি আর এমসহ এটিএম বুথ।

গ্রাহকরা এই বুথের মাধ্যমে ২৪ ঘন্টা টাকা উত্তোলন ও টাকা জমা রাখতে পারবে।

বুধবার সকাল ১০টায় উপজেলার হযরত সোনা বন্ধু শাহ্ সড়কে এই বুথের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পি এল সি এর ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহা ব্যবস্থাপক জনাব মোঃ হাফিজুর রহমান সরদার।

কুমারখালী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কুমারখালী বাজার শাখার সভাপতি আলহাজ্ব শাজাহান আলী মোল্ল্যা, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ স্থানীয় ব্যবসায়িক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সি আর এমসহ এই এটিএম বুথের মাধ্যমে সকল পর্যায়ে পূবালী ব্যাংকের গ্রাহকরা পাবে লেনদেনের বাড়তি সুবিধা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ নভেম্বর  ২০২৩