ছাব্বির হোসেন কুমারখালীঃ আজ সোমবার (১২ জুলাই) দুপুরে বদলিজনিত বিদায় নিবেন জনপ্রিয় ও মানবিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। বিদায়ের দিনেও দাপ্তরিক করোনাকালীন দাঁয়িত্ব পালন করেন এই দাঁয়িত্বশীল ইউএনও।
জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালীতে চলমান কঠোর লকডাউন। লকডাউনে কর্মহীন, অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
নিয়মিত কর্মসূচির আওতায় সোমবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩০ জন হরিজন ও ৩০ জন আদিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, এক করে ডাল, তেল, চিনি, লবণ, আটা, সুজি আধা কেজি, একপিচ সাবান দেওয়া হয়।