নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে দিনব্যাপী আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দৈনিক দেশতথ্য//এল//