Print Date & Time : 22 August 2025 Friday 12:42 am

কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেেটরেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জে এন হাই স্কুল মাঠে শুরু হওয়া এ প্রদর্শনীচলে দিনব্যাপী।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড: নূরে আলম সিদ্দিকী। সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ। উক্ত প্রদর্শনীতে ২২ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনীতে স্থান পাচ্ছে।

বিকাল সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ।

সেসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: নূরে আলম সিদ্দিকী বলেন, এই এলাকার মানুষ যেনো উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই লক্ষ্যে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//