জাকের আলী শুভ, কুমারখালী: ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ার সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান আব্দুল মান্নান খান।
উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, পৌরসভার প্যানেল মেযর এসএম রফিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post