Print Date & Time : 29 July 2025 Tuesday 5:20 pm

কুমারখালীতে বসতবাড়ির সিসি ক্যামেরা ও মিটার ভাংচুর

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন এর উত্তর চাঁদপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি আকাশ রেজার বাড়িতে গভীর রাতে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক মিটার ভাঙার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাংচুরের ঘটনা ঘটে।  ভাংচুরের ভিডিও সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। 

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে। 

সেখানে বেশ কয়েকজনকে দেখা যায় গভীর রাতের অন্ধকারে সিসি ক্যামেরা ভাঙচুর করতে।  

আকাশ রেজার ছোট ভাই আশিকুর রহমান জানান, উত্তর চাঁদপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে নয়ন,  সাইদুল ইসলামের ছেলে  ইমরান, মৃত্যু আলম শেখ ছেলে ভূবন, খেজোর ছেলে সিহাব নামের ব্যক্তি রাত আড়াইটার দিকে তাদের বাড়িতে এসে দুইটা সিসি ক্যামেরা ও তিনটা বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। 

ভাংচুরের দৃশ্য মনিটরে দেখে তারা ৯৯৯ এ ফোন দিলে উত্তর চাঁদপুর হলদার মোড়ে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যে পৌঁছালে হামলাকারীরা  পালিয়ে যায়।

 তিনি আরো জানান হামলাকারীদের কাছে কন্টেইনারে পেট্রোল ছিলো সেটা ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ সময়মতো না পৌঁছালে তাদের বাড়িতে আগুন দেয়া হতো বলে জানান তিনি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ইতিমধ্যে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কোন লিখিত অভিযোগ পাননি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ মার্চ ২০২৪