Print Date & Time : 22 April 2025 Tuesday 11:55 am

কুমারখালীতে বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নেয়ার অভিযোগ 

কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খালেকুজ্জামানের বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী রবিউল হকের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী রবিউল হক অ্যাডভোকেট খালেকুজ্জামানের বাঁশ বাগান থেকে ১০ থেকে ১৫ টি বাঁশ রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়। 

সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় ১০ থেকে ১৫ টি বাঁশ কেটে রাতের অন্ধকারে কেটে পাশের একটি জলাশয় ফেলে রেখে যায় ও কিছু বাশ  পার্শ্ববর্তী রবিউল হকের গোয়াল ঘরে পাওয়া যায়। 

ভুক্তভোগী খালেকুজ্জামান বলেন রবিউল হক  তা বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন রকম হয়রানি ও হেনস্তা করে। এদিন আমার অনুমতি ছড়াই আমার বাঁশবাগান থেকে ১০ থেকে ১৫ টি বাস কেটে নিয়ে যায়। আমি ঢাকাতে অবস্থান করাই বিষয়ে আমি অবগত ছিলাম না প্রিয় সজন আমাকে বিষয়টা জানায়। আমার আত্মীয়-স্বজন তার কাছে জানতে গেলে তার ভাই সহ কয়েকজন আমার আত্মীয় স্বজনের উপরে মার মুখী হয। 

ঘটনার জড়িত  রবিউল হক বলেন, যে বাঁশের ঝার আছে এতে করে আমাদের ঘরের চালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমি বাধ্য হয়ে এগুলো কেটে দিয়েছি। কিন্তু রাতের অন্ধকারে বাঁশ কাটার বিষয়টি অপরাধ কিনা এমন বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করা হয়েছে তিনি কল রিসিভ করেননি।