Print Date & Time : 4 April 2025 Friday 10:17 pm

কুমারখালীতে বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুষ্টিয়ার কুমারখালীর পান্টির ঢাঁশা বালিকা বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পান্টি ইউনিয়ন শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক সামসুল জাহিদ। খোকসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন। কুমারখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
এছাড়াও এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইফতার মাহফিলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মকছেদ আলী মোল্লা।