কুমারখালীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচি প্রণয়নের লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহিদুল ইসলাম’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, এটিএম আবুল মনসুর মজনু, মোসাদ্দেক হোসেন, আবু-বকর সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, পৌর কাউন্সিলর এস এম রফিক, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, কুমারখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) তাপস কুমার পাল, সাংবাদিক জাকের আলী শুভ প্রমূখ।
সভায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি, পুস্পস্তবক অপর্ণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনের কথা জানানো হয়।