কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সবুজ মোল্লা (৩০) নামে এক ইন্টারনেট সংযোগ মেরামতকারীর মৃত্যু হয়েছে।
নিহত সবুজ মোল্লা(৩০) কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা ২০ মিনিটের সময় নিহত সবুজ কুষ্টিয়ার স্থানীয় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবার তার টাঙানোর জন্য আলাউদ্দিন নগরে আসেন। সেসময় মেরামতের উদ্দেশ্যে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন মোড়স্থ বিদ্যুতের পোলে ওঠেন।
ওঠার পরই ওই পোলে বেশ কয়েকবার বিকট শব্দ হতে শোনে স্থানীয়রা। এর পরপরই দেখা যায় সবুজ তারের সঙ্গে পেচিয়ে পোলে ঝুলে আছে এবং সেখানেই তার মৃত্যু হয়। খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুক্তার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতার বসেই এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কুষ্টিয়া ও কুমারখালীর দুইটি ইউনিট এসে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী আলাউদ্দিন নগরে সবুজ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Discussion about this post