কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরে হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ২ দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ এবং আগামীকাল সকাল ৯ টা বিকাল ৫ টা পর্যন্ত কুমারখালীর তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
যাদের ছানি অপারেশনের প্রয়োজন হবে তাদের খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাছাই করা হচ্ছে। হাসপাতালে যাওয়া-আসা, থাকা খাওয়া, ওষুধ, লেন্স ও কালো চশমা বিনামূল্যে দেওয়া হবে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের দুইজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন।
হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ ও তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর সিইও মোকাররম হোসেন চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন।
জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//