কুষ্টিয়ার কুমারখালীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া এই প্রকল্পের উদ্বোধন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
বুধবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বীর নিবাস প্রকল্পের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সদ্য নির্বাচিত সদকী ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন দীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ আরো অনেকেই ।
ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি জানান, ২০২০-২০২১ অর্থ বছরে এই প্রকল্পের আওতায় উপজেলায় ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৪ শ’ টাকা ব্যয়ে ১১ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণ করা হবে।