কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে মো. শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধকে হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ‘ বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সাথে বৃদ্ধ শাহজাহানের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পরদিন মঙ্গলবার সকালে শাহজাহান বাজারে দোকানে যাচ্ছিলেন। এসময় আইচ উদ্দিন ও তাঁর ছেলে নয়ন এবং হৃদয়সহ কয়েকজন মিলে তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটায়। এতে তিনি আহত হয়ে পড়লে সকালেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হত্যাকান্ডের বিষয়ে নিহতের ছেলে সজিব জানান, ‘ বালু নিয়ে আইচ উদ্দিনের সাথে বিরোধ চলছিল।এরই জেরে বাবার ওপর আইচ উদ্দিন ও তাঁর বখাটে ছেলেরা হাতুড়ি দিয়ে বাবাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে বাবা মারা যান।’
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আইচ উদ্দিনের পরিবার গাঁ ঢাকা দিয়েছেন।
হত্যাকান্ডের বিষয়ে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ পরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, ‘ বালু সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
দৈনিক দেশতথ্য//এসএইচ//