কুমারখালী প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জেরে কুমারখালীর হাসিমপুর গ্রামে চাচাতো ভাই তার আপন চাচাতো বোনদ্বয়কে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন একই গ্রামের জেতন সেখের দুই মেয়ে ডলি খাতুন (২২) ও মিলি খাতুন (১৭)। আহত বোনদ্বয় বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে ঐ এলাকার আপন দুই ভাই আত্তাপ সেখ ও জেতন সেখের মধ্যে বিবাদ চলে আসছিল।
তারই জেরে বুধবার দুপুরে ভুক্তভোগী জেতন সেখের বড় মেয়ে পলি খাতুন ভ্যান ডাকতে গেলে তাকে একা পেয়ে অভিযুক্ত আত্তাপ সেখের ছেলে শিপন সেখ (২৪) ও আত্তাপের স্ত্রী মেয়ে মিলে দেশীয় ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
এখবর শুনে জেতন সেখের ছোট মেয়ে মিলি খাতুন ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও পিটিয়ে জখম করে শিপন। ঘটনার সময় মারপিট করে শিপন দুই বোনের কান ও নাকে থাকা স্বর্ণালংকার ছিড়ে নেই।
আহত ডলি খাতুন জানান, আমার বাবার জমি নিয়ে বিরোধ আমার চাচার সাথে কিন্তু আমার নেশাগ্রস্থ চাচাতো ভাই শিপন আমার মা-বোনসহ আমাকে পিটিয়ে রক্তাক্ত করে,আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চায়।
আরেক ভুক্তভোগী মিলি খাতুন বলেন, বাপ চাচাদের জমি নিয়ে বিবাদের কারনে আমার চাচাতো ভাই শিপন তার নেশাগ্রস্ত বন্ধুদের দিয়ে স্কুলে যাওয়ার আসার পথে উত্যক্ত করাতো,আমি প্রতিবাদ করায় সেই রাগে গতকাল আমাকেও মারধর করে।
ইতিমধ্যে গতকাল বুধবার ২ মার্চ এঘটনায় কুমারখালী থানায় ভুক্তভোগী আহতদের পিতা জেতন সেখ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে, লিখিত অভিযোগ পেয়েছি,সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//