নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিযুগের মহানায়ক ব্রিটিশ বিপ্লবী বাঘা যতীনের ১১০তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়ার কুমারখালী পাবলিক লাইব্রেরির কাজী আকতার হোসেন গবেষণা কেন্দ্রে কাঙ্গাল হরিনাথ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ প্রয়াণ দিবস পালন করা হয়।
এ প্রয়াণ দিবসের অনুষ্ঠানে কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তরিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ব্রিটিশ বিপ্লবী বাঘা যতীনের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু, অধ্যাপক স্বপন রায়, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমে, কবি নাট্যকার লিটন আব্বাস, কবি ইমাম উদ্দিন ইমন।
ব্রিটিশ বিপ্লবী বাঘা যতীনের ১১০তম প্রয়াণ দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন কাঙ্গাল হরিনাথ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. মজিবর রহমান।
আলোচনা শেষে নিবেদিত কবিতা পাঠ, আবৃত্তি, পুঁথিপাঠ, নিবেদিত সংগীতায়োজন করা হয়।