Print Date & Time : 17 July 2025 Thursday 7:10 pm

কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পলাশ কুমার ঘোষ :

‘রক্ত দিন জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী ব্লাড ডোনেশন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী কুমারখালী ফ্যামিলি কেয়ার হাসপাতালের সামনে থেকে বের হয়ে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম শেষ হয়। পরবর্তীতে ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি আসিফ রাহাতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। 

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, কবি ও সাহিত্যিক লিটন আব্বাস, ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক সাগর শেখ, সাংগঠনিক সম্পাদক ইয়া রাফি ইসলাম পলাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২৪//