Print Date & Time : 3 August 2025 Sunday 2:23 pm

কুমারখালীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ  কুষ্টিয়ার কুমারখালীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪  উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে শনিবার (৮ জুন) সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা  ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি সংক্রান্ত স্মার্ট সেবা প্রদানের জন্য ভূমি সেবা সপ্তাহ চালু করা হয়েছে। এ সেবার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের জমির যেকোনো সমস্যা অতি দ্রুত সমাধান করতে পারবে এবং জমির যে কোন তথ্য অনলাইনে কিভাবে খুজে পাবে সেই সম্পর্কে সম্যক ধারণা পাবে।

তিনি তার বক্তব্যে বিভিন্ন ইউনিয়নের তৌসুল অফিস কর্মকর্তাদের বলেন, যে কোন ব্যক্তিকে জমি সংক্রান্ত যে কোন সেবা দেওয়া আমাদের একান্ত কর্তব্য। আমরা এই স্মার্ট সেবার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করতে চাই।

সহকারি কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম আকিব, উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মমতাজ বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দসহ প্রমূখ।

সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৮ জুন ২০২৪