Print Date & Time : 26 May 2025 Monday 3:17 am

কুমারখালীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা

জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালীতে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, বিজয় কুমার জোয়ারদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
আরও বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা, ভুমি সেবা গ্রহণকারী প্রমুখ।

আলোচনা সভা শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুইজ শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।