কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: এক তরুণের বিপ্লবী কণ্ঠে শোনা গেল ‘ এই, পানি লাগবে পানি! ‘ তখনই আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও দুর্বৃত্তরা। সেসময় মঞ্চে আপসা আলোয় দেখা গেল লাল – সবুজের পতাকা পরিধান করা একদল তরুণ – তরুণী। তাঁদের অভিনয় দেখে আবেগ আপ্লুত হয়ে কেঁদে দেন শত শত দর্শক।
এরপর ছাত্ররা ‘ পলাইয়েছেরে পলাইছে, স্বৈরাচার পলাইয়েছে। পলাইছেরে পলাইছে, খুনি হাসিনা পলাইছে। ‘ বলে বিজয় মিছিল করেন। তখন বিজয়ের আনন্দে উচ্ছ্বাস – উল্লাসে মাতোয়ারা দর্শকরা করতালি দিতে থাকেন।
কুষ্টিয়ার কুমারখালী পৌর শিশুপার্কে মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) রাতে এভাবেই মঞ্চায়িত হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নাটক ‘ রক্ত গন্ধা জুলাই ‘।
নাটকটি লিখেছেন স্থানীয় কবি ও নাট্যকর লিটন আব্বাস। এতে অভিনয় করেন বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ১৮ জন শিক্ষার্থী। তাঁরা অভিনয়ের মাধ্যমে জু্লাই আগষ্টের স্বরূপ চিত্র ফুটিয়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন আয়োজক ও দর্শকরা।
এসময় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক নারী বলেন, ছেলে প্রতিদিনই আন্দোলনে যেত। নাওয়া, খাওয়া ঘুম ছিলোনা। তখনতো নিজ চোখে আন্দোলন দেখিনি। শুধু টিভিতে খবর দেখতাম। মঞ্চে যখন আবু সাইদের ওপর নির্মমভাবে গুলি চালালো। তখন নিজের ছেলের কথা মনে হয়ে আবেগে কেঁদে ফেলেছি।
জানা গেছে, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পৌর শিশুপার্কে তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। গত মঙ্গলবার সকালে বেলুন ও কবুতর উড়িয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পপকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলম টমের পরিচালনায় এ নাট্যোৎসব চলবে আগামী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত।
কিভাবে আবু সাঈদ – মুগ্ধরা শহিদ হয়েছেন? তাঁদের চিন্তাধারা কি ছিল? তাঁদের স্বজনরা কতটা শোকাহত হয়েছে? সবার মাঝে সেই চেতনা জাগ্রত করতে, জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা থেকেই মূলত নাটকে অভিনয় করা বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাবিহা ইবনাথ। তিনি নাটকে সন্তানহারা মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
‘ রক্ত গন্ধা জু্লাই ‘য়ে পুলিশের চরিত্রে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য আপন আহমেদ। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা। কিন্তু খুনি হাসিনার নির্দেশে ছাত্রদের উপর নির্মমভাবে গুলি করে পাখির মতো হত্যা করেছে। তাঁর ভাষ্য, সকল যৌক্তিক আন্দোলনে পুলিশকে জনগণের পক্ষ্যে থাকা উচিৎ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, এটা শুধু নাটক নয়, জুলাই – আগষ্ট আন্দোলনের সকল অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদী রূপ। সকল অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন চলতে থাকবে।
দেশের অতীত ও বর্তমান সকল ইতিহাসের চর্চা থাকা দরকার বলে মনে করেন কবি ও নাট্যকর লিটন আব্বাস। তিনি বলেন, জুলাই – আগষ্টের ৩৬ দিনে সারাদেশের মানুষ অন্ধকার ও আতঙ্কে ছিল। হাজার হাজার মানুষের আত্মত্যাগ ও অঙ্গহানির মধ্যদিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা। তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে ‘ রক্ত গন্ধা জুলাই ‘ মঞ্চস্থের মধ্যদিয়ে উৎসবের সূচনা করা হয়। নাটকে জুলাই গণঅভ্যুত্থানের বাস্তব চিত্র ফুটে উঠেছে। নাটক দেখে কেঁদে দেন আবেগ আপ্লুত দর্শকরা।