Print Date & Time : 9 September 2025 Tuesday 8:39 am

কুমারখালীতে মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে কর্মশালা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুন)  সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরমেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৭ জুন-২০২২//