Print Date & Time : 10 September 2025 Wednesday 11:26 am

কুমারখালীতে মাদকসহ আটক ১

কুমারখালী প্রতিনিধিঃকুষ্টিয়ার কুমারখালীতে ৮০ গ্রাম গাঁজাসহ মফিজ উদ্দিন (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পারসাওতা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পরে তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলা নম্বর ১২। সেই মামলায় শনিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করা হয়

এ তথ্য নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়। থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১২।’ তিনি আরো বলেন, ‘ মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। যেকোন উপায়ে মাদক নির্মূল করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’

দৈনিক দেশতথ্য//এল//