Print Date & Time : 5 July 2025 Saturday 7:40 am

কুমারখালীতে মাদকসহ যুবক আটক

ছাব্বির হোসেন  কুমারখালী (খোকসা ) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসহ কাসছেদ শেখ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ড রেলগেট এলাকা থেকে আটক করা হয়। তিনি পৌরসভার শেরকান্দি এলাকার মন্টু শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ গ্রাম গাঁজা ও ৫ পিচ ট্যাপেন্টা ট্যাবলেটসহ কাসছেদ কে আটক করা হয়েছে। কাসছেদ স্থানীয় মাদক ব্যবসায়ী শাহীন ও হালিমার মাদক ব্যবসায়ের সহায়ক হিসেবে কাজ করে আসছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পৌর রেলগেট সংলগ্ন এলাকা থেকে মাদকসহ এক বিক্রেতাকে আটক করা হয়েছে। থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রকিয়াধীন।

দৈনিক দেশতথ্য//এল//